সিলেট-জকিগঞ্জ সড়কে ত্রিমুখী সংঘর্ষে পুলিশ সদস্যের মৃত্যু

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৪

সিলেট-জকিগঞ্জ সড়কে ত্রিমুখী সংঘর্ষে পুলিশ সদস্যের মৃত্যু

গোলাপগঞ্জ প্রতিনিধি :
সিলেটের গোলাপগঞ্জে বাস-মাইক্রোবাস ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে আবুল হোসেন (২৭) নামে এক পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

রোববার (৩ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের হিলালপুর ড্রিমল্যান্ড পার্কের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

 

নিহত পুলিশ সদস্য জকিগঞ্জ উপজেলার চাঁদ শ্রীকোণা শেখপাড়া গ্রামের মোশাহিদ আলীর ছেলে। তিনি হবিগঞ্জের বাহুবল থানায় কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে জকিগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে রওয়ানা হয়েছিলেন পুলিশ সদস্য আবুল হোসেন। পথিমধ্যে সিলেট-জকিগঞ্জ সড়কের হিলালপুর ড্রিমল্যান্ড পার্কের সামনে বাস-মাইক্রোবাস ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই ওই পুলিশ সদস্য মৃত্যু বরণ করেন।

 

বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাছুদুল আমিন জানান, বাস-মাইক্রোবাস ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই ওই পুলিশ সদস্য মারা যান। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com