সিলেট জুড়ে মণ্ডপে মণ্ডপে চলছে বাণী অর্চনা

প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৬

সিলেট জুড়ে মণ্ডপে মণ্ডপে চলছে বাণী অর্চনা

Bani
সুরমা মেইল নিউজ : সিলেট জুড়ে মণ্ডপে মণ্ডপে চলছে বাণী অর্চনা, বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা। আজ শনিবার সকাল থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন মণ্ডপে পূজারীরা ভিড় করতে শুরু করেন। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অগণিত ভক্ত। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে প্রণতি জানান তাঁরা। সরস্বতী পূজা উপলক্ষে সিলেটের বিভিন্ন মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও অন্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, আলোকসজ্জা প্রভৃতি। এ ছাড়া বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের বিদ্যার্থীরা তৈরি করেছেন বিভিন্ন মোটিফের ওপর ভিত্তি করে প্রতিমা ও মেটাফোরিক্যাল মণ্ডপ। দৃষ্টিনন্দন এই মহোৎসবে প্রতিফলিত হয়েছে চিরায়ত বাঙালি সংস্কৃতির শাশ্বত মহিমা এবং একই সময় রয়েছে বিভিন্ন আধুনিক প্রযুক্তির কলাকৌশল ও বিজ্ঞানের সমন্বিত শিল্পরূপ। এদিকে আজকের সরস্বতী পূজাকে ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com