সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০১৫

সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

fsfdsf

সুরমা মেইলঃ সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে।গত সোমবার রাত সাড়ে ৯টায় কথাকাটাকাটির জের ধরে এ সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানা যায়।
জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন জানিয়েছেন, এ পর্যন্ত কতজন আহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। আহতের সংখ্যা অর্ধশতাধিক হবে জানিয়ে তিনি বলেন, ২৫ জনকে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। র্যাব ও বিপুল সংখ্যক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্ঠা করছে বলে জানান তিনি।

এদিকে, সংঘর্ষের কারনে সিলেট-তামাবিল সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। সড়কের দুই পাশে দীর্ঘ যানজট লেগে যায়।স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে হরিপুর বাজারে একটি দোকানে জুতা ক্রয় নিয়ে দোকানদার ও ক্রেতার মধ্যে ঝগড়া হয়। এ ঝগড়ার জের ধরে রাত ৯ টায় হরিপুর বাজারে বালিপাড়া ও হেমু হাউপাড়া গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘাতে জড়িয়ে পড়ায় বন্ধ হয়ে পড়ে সিলেট-তামাবিল সড়কে যান চলাচল।

শেষ খবর পাওয়া পর্যন্ত , পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com