সিলেট ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০১৫
সুরমা মেইলঃ সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে।গত সোমবার রাত সাড়ে ৯টায় কথাকাটাকাটির জের ধরে এ সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানা যায়।
জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন জানিয়েছেন, এ পর্যন্ত কতজন আহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। আহতের সংখ্যা অর্ধশতাধিক হবে জানিয়ে তিনি বলেন, ২৫ জনকে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। র্যাব ও বিপুল সংখ্যক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্ঠা করছে বলে জানান তিনি।
এদিকে, সংঘর্ষের কারনে সিলেট-তামাবিল সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। সড়কের দুই পাশে দীর্ঘ যানজট লেগে যায়।স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে হরিপুর বাজারে একটি দোকানে জুতা ক্রয় নিয়ে দোকানদার ও ক্রেতার মধ্যে ঝগড়া হয়। এ ঝগড়ার জের ধরে রাত ৯ টায় হরিপুর বাজারে বালিপাড়া ও হেমু হাউপাড়া গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘাতে জড়িয়ে পড়ায় বন্ধ হয়ে পড়ে সিলেট-তামাবিল সড়কে যান চলাচল।
শেষ খবর পাওয়া পর্যন্ত , পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি