সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৫
সুরমা মেইলঃ মঙ্গলবার সিলেট জেলা পুলিশ লাইনস্থ শহীদ এসপি এম.শামসুল হক মিলনায়তনে সিলেট জেলা পুলিশের উদ্যেগে সিলেট জেলা পুলিশ এর অফিসার ফোর্সদের সমন্বয়ে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সিলেট জেলার পুলিশ সুপার নুরেআলম মিনা, পিপিএম এর সভাপতিত্বে সভায় পবিত্র ঈদুল আয্হা উপলক্ষে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অফিসার ফোর্সদের করণীয় ও বর্জনীয় সম্পর্কে বক্তব্য রাখেন। পরবর্তীতে সিলেট জেলায় কর্মরত এবং আগষ্ট/২০১৫ মাসের দক্ষ অফিসারদের পুরস্কৃত করা হয়। গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক উদ্ধার, অস্ত্র উদ্ধার ও প্রসিকিউশন দাখিলের উপর ভিত্তি করে করা হয়।
সভায় সিলেট জেলার বিভিন্ন অপরাধ দমন ও সাফল্যজনক ভূমিকা রাখায় বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সফিউল কবিরসহ বিশ্বনাথ থানায় কর্মরত এসআই/ সুমন চন্দ্র সরকার, পিএসআই/রেজাউল করিম পান্নু, জকিগঞ্জ থানার এসআই/মনোয়ার হোসেন, জৈন্তাপুর মডেল থানার এসআই/মিন্টু চৌধুরী, এসআই/মোঃ আব্দুল মান্নান, কোম্পানীগঞ্জ থানার এসআই/মুজিবুর রহমান, জেলা গোয়েন্দা শাখার এসআই/দেব দুলাল ধর, ট্রাফিক শাখার টিএসআই/মোঃ নজরুল ইসলাম, বিশ্বনাথ থানার এএসআই/হুমায়ুন কবির, এএসআই/রমজান আলী, ওসমানীনগর থানার এএসআই/মহিবুর রহমান, গোলাপগঞ্জ মডেল থানার এএসআই/শংকর চন্দ্র দেব, গোয়াইনঘাট থানার এএসআই/বিনয় ভূষণ চক্রবর্তী, এএসআই/রফিকুল ইসলাম, জেলা বিশেষ শাখার এএসআই/দুলাল আহমদ এবং ওয়াচার কনস্টেবল হাসন আলীকে পুরস্কৃত করা হয়।
সভায় পুলিশ সুপার সিলেট মহোদয় তার বক্তব্যে বলেন যে, দক্ষ অফিসারদের পুরস্কার প্রদানের এ ধারা অব্যাহত থাকবে এবং উক্ত পুরস্কার অফিসারদের মনোবল ও কর্মস্পৃহা বৃদ্ধি করবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন। তাছাড়া জেলায় কর্মরত অদক্ষ অফিসারদেরকে সভায় তিরস্কৃত করা হয়। সভায় সিলেট জেলার সকল উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি