সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৫
সুরমা মেইল : ৫ দফা দাবিতে সিলেট জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। মঙ্গলবার সকাল সাড়ে ছয়টা থেকে এ ধর্মঘট পালন করা হচ্ছে। সকাল থেকে সিলেটের কোনো সড়কে ট্রাক ও যাত্রীবাহী বাস চলাচল করতে দেখা যায়নি।
সিলেট জেলার বিভিন্ন উপজেলায় এমনকি দূরপাল্লার যাত্রীরা বাস না পেয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। আগে থেকে ধর্মঘটের খবর না জানায় পরিবার-পরিজন নিয়ে টার্মিনালে এসে বিপাকে পড়তে দেখা যায় অনেককে।
অতিরিক্ত টোল আদায় ও পরিবহন শ্রমিকদের ওপর নির্যাতন বন্ধসহ পাঁচ দফা দাবিতে তারা এই কর্মসূচীর ডাক দিয়েছেন। সোমবার বিভিন্ন দাবিতে দিনভর ধর্মঘট পালন করে ট্রাক শ্রমিক ইউনিয়ন। তাদের দাবির সঙ্গে একাত্মতা করে পরিবহন শ্রমিক ইউনিয়ন।
সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক জানান, শ্রমিকদের পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
তিনি জানান, সিলেটের বিভিন্ন সড়কে পুলিশি হয়রানি ও শ্রমিকদের নির্যাতন করার পাশাপাশি অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে। প্রতিটি সড়কে দফায় দফায় টোল দিতে হচ্ছে। এসব বন্ধের দাবিতে গত রোববার ও সোমবার দিনভর ট্রাক ধর্মঘট পালন করা হয়।
Design and developed by ওয়েব হোম বিডি