সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষিত

প্রকাশিত: ১২:৩৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৫

সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষিত

সুরমা মেইলঃ  অবশেষে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপি এই কমিটি ঘোষণা করেন।

কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন স্বেচ্ছাসেবক লীগের  সাবেক সাংগঠনিক সম্পাদক আফসার আজিজ, সাধারণ সম্পাদকের পদ পেয়েছেন জালাল উদ্দিন কয়েস।

এছাড়া মহানগরের সভাপতি হয়েছেন সিলেট সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক আফতাব হোসেন খান, সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মুহিব উস সালাম রিজভি ও সাধারণ সম্পাদকের পদ পেয়েছেন সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি দেবাংশু দাস মিঠু।

অন্যান্যদের মাঝে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট ফখরুল ইসলাম ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট বেলাল আহমদকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com