সিলেট জেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৫

সিলেট জেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

chatro league

সুরমা মেইল : সিলেট জেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে কাঙ্খিত পদ না পাওয়া ও পদ বঞ্চিত নেতাকর্মীরা ।

রবিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে তৃণমূল নেতা-কর্মীদের ব্যানারে এ মানব করা হয়।

ছাত্রলীগের কমিটি অছাত্র, অশিক্ষিত, বিবাহিত, ছিনতাইকারী, অনুপ্রবেশকারী চাদাবাজ দ্বারা গঠিত হয়েছে দাবি করে এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

ছাত্রলীগের পদবঞ্চিত নেতারা জানান, কমিটি বাতিলের দাবিতে ছয়দিনের কর্মসূচির অংশ হিসেবে রবিবার তৃতীয় দিনের কর্মসূচি পালন করা হয়।

মানব বন্ধনে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি এম নিজাম উদ্দিন, সহ-সভাপতি হোসেন আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন সাজু, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব কান্তি দাস, শিক্ষা সম্পাদক মওদুদ আহমদ আকাশ, গণ-শিক্ষা সম্পাদক কনক পাল অরুপ, আইন সম্পাদক টিপু রঞ্জন দাস, পরিবেশ বিষয়ক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, উপ-সম্পাদক ফাইয়াদ আহমদ জামিল, লোকমান মিয়া তালুকদার, হোসেন আহমদ, সুশান্ত শেখর দাস, নাজমুল ইসলাম, দুলাল আহমদ, ছাদেক আহমদ, রাশেদ ইকবাল চৌধুরী, রাসেল আহমদ, শিপু মিয়া, এমজি কিবরিয়া, শামীম খান, জশিনুর আহমদ, শওকত হাসান মানিক, জয়শিষ দাশ লিটন, সোহেল আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com