সিলেট জেলা ছাত্রলীগের দুই গ্রুপে ধাওয়া পাল্টা

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৬

সিলেট জেলা ছাত্রলীগের দুই গ্রুপে ধাওয়া পাল্টা

Sylhet-Chhatroleague-

সুরমা মেইল নিউজ : বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি থেকে ফেরার পথে ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে আড়াইটার দিকে এ ঘটনাটি ঘটেছে সিলেট নগরীর চেীহাট্টা-রিকাবীবাজার সড়কে। সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ ও ছাত্রলীগের বিদ্রোহীগ্রুপের নেতা শামীমাবাদ এলাকার শাহীন আহমদের অনুসারী নেতাকর্মীদের মধ্যে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাটি ঘটেছে। এসময় উভয় পক্ষের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। উত্তেজিত নেতাকর্মীরা রিকাবীবাজারস্থ স্টেডিয়াম মার্কেটের বেশ কয়েকটি ফার্মেসি ও দোকান ভাংচুর চালায় এ সময় এসএম ট্রেডার্স, বাংলা ফার্মেসি, অজন্তা টেইলার্স নামে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে ছাত্রলীগ। ছাত্রলীগের হামলায় আহত হন এক দোকান কর্মচারী। ধাওয়া পাল্টা ধাওয়ার সময়ে পথচারিদের মাঝে আতংক দেখা দেয় এবং রাস্তার দুই পাশের দোকান পাঠ বন্ধ হয়ে যায়। আতংকে মানুষ দিক বে-দিক ছুটে। এদিকে ফর্মেসীও দোকান ভাংচুরের ঘটনায় তাৎক্ষনিক রাস্থায় নেমে প্রতিবাদ করেন ব্যবসায়ীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময়ে এলাকার ৭/৮ টি দোকানে ভাংচুর করা হয়েছে। সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি সামাদ ও বিদ্রোহী পক্ষের নেতা শামীম গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ চলাকাকলে জেলা সভাপতি সামাদ স্টেডিয়াম মার্কেটের একটি ব্যবসা প্রতিষ্ঠানে আশ্রয় নেন। এরপর পরই স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে হামলা-ভাংচুর চালানো হয়। দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচীর কারণে সংঘাতের আশঙ্কায় রবিবার রাতেই সোমবার সিলেটে সব ধরনের মিছিল সমাবেশ নিষিদ্ধ করে পুলিশ। তবে সোমবার পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মিছিল করে দুই গ্রুপ। এ ব্যাপারে সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহেল আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে কল কেটে দেন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com