সিলেট ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, জুলাই ২১, ২০১৬
সুরমা মেইল নিউজ : সিলেট জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পেলেন এডভোকেট লুৎফুর রহমান। মঙ্গলবার সিলেট, বরিশাল, পিরোজপুর ও কুড়িগ্রাম জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তিনি সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক গণপরিষদের সদস্য। সিলেট জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব লাভের সংবাদটি নিশ্চত করে এডভোকেট লুৎফুর রহমান বলেন, আগামী বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করবো।
এব্যাপারে নিউজমিরর২৪ডটকম কে এডভোকেট লুৎফুর রহমান বলেন, দেশ ও জাতির সেবায় সবসময় নিয়োজিত থেকেছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন তা যথাযথ পালনের চেষ্টা করবো। জীবনের শেষ বয়সে এসে দলের কাছ থেকে মূল্যায়ন পেয়ে ভালো লাগছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের পর এ প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে নতুন প্রশাসক নিয়োগের ফাইলটি অনুমোদন দিয়ে এর সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠায় স্থানীয় সরকার বিভাগ।
Design and developed by ওয়েব হোম বিডি