সিলেট ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৬
সুরমা মেইল ডটকম :: আগামীকাল বুধবার সিলেট জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সিলেটের ১৫ কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে জেলা প্রশাসক হিসেবে একজন ও সাধারণ সদস্য (পুরুষ) পদে ১৪ জন ও সংরক্ষিত মহিলা সাধারণ সদস্য পদে ৫জন নির্বাচিত হবেন ।
নির্বাচন উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই কেন্দ্রগুলোতে পৌছানো হয়েছে নির্বাচনি সরঞ্জাম।
সিলেট জেলা পরিষদে নির্বাচনে ১৫টি ওয়ার্ড থাকলেও ১নং ওয়ার্ডের সদস্য (পুরুষ) নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। তবে ১ নং ওয়ার্ডের চেয়ারম্যানসহ সংরক্ষিত আসনের মহিলা সদস্যের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে জেলা পরিষদ নির্বাচন উপলক্ষেনির্ধারিত ১৫টি ভোটকেন্দ্রে নির্বচনের সরঞ্জাম পৌছে দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে জেলা নির্বাচন কর্মকর্তা আজিজুর রহমানের তত্বাবধানে কেন্দ্রসমূহে এসব সরঞ্জাম পৌছে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
নির্বাচন কর্মকর্তা আজিজুর রহমান জানান, সিলেট জেলা পুলিশের সহযোগীতায় ইতোমধ্যে সবক’টি কেন্দ্রে ব্যালট পেপা, বাক্স, কালি ও সিলসহ আনুসাঙ্গিক সরঞ্জাম পৗঁছানো হয়েছে।
জেলা পরিষদ নির্বাচনের মোট ১৫টি ভোটকেন্দ্রগুলো হল – ১নং ওয়ার্ডের কেন্দ্র মদনমোহন কলেজ, সিলেট, ২নং ওয়ার্ডের কেন্দ্র ইছরাব আলী হাইস্কুল ও কলেজ, দক্ষিণ সুরমা, ৩নং ওয়ার্ডের কেন্দ্র কাসিম আলী মডেল উচ্চ বিদ্যালয় (ফেঞ্চুগঞ্জ), ৪নং ওয়ার্ডের কেন্দ্র চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয় (জৈন্তাপুর), ৫নং ওয়ার্ডের কেন্দ্র গোয়াইনঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬নং ওয়ার্ডের কেন্দ্র কোম্পানীগঞ্জ থানা সদর মডেল উচ্চ বিদ্যালয়, ৭নং ওয়ার্ডের কেন্দ্র বালাগঞ্জ ডি এন উচ্চ বিদ্যালয় কেন্দ্র, ৮নং ওয়ার্ডের কেন্দ্র মঙ্গলচন্ডী উচ্চ বিদ্যালয় (ওসমানীনগর), ৯নং ওয়ার্ডের কেন্দ্র রামসুন্দর উচ্চ বিদ্যালয় (বিশ্বনাথ), ১০নং ওয়ার্ডের কেন্দ্র কোয়ালিটি স্কুল, গোলাপগঞ্জ, ১১নং ওয়ার্ডের ভোটকেন্দ্র আল-এমদাদা উচ্চ বিদ্যালয় (চন্দরপুর), ১২নং ওয়ার্ডের ভোটকেন্দ্র পিএইচজি উচ্চ বিদ্যালয় (বিয়ানীবাজার), ১৩নং ওয়ার্ডের ভোটকেন্দ্র সিনিয়র ফাজিল মাদ্রাসা (জকিগঞ্জ), ১৪নং ওয়ার্ডের ভোটকেন্দ্র গাছবাড়ী মডার্ণ একাডেমী (গাছবাড়ী, কানাইঘাট), ১৫নং ওয়ার্ডের ভোটকেন্দ্র রায়ঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় (কানাইঘাট)।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি