সিলেট জেলা বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে ছাত্রদলের ভাঙচুর ও ককটেল হামলা

প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৫

সিলেট জেলা বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে ছাত্রদলের ভাঙচুর ও ককটেল হামলা

Hamla

 

সুরমা মেইল : সিলেট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আহমদের পারিবারিক মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও ককটেল হামলা হয়েছে। হামলাকারীরা জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদের অনুসারী বলে দাবি করেছেন আলী আহমদ।

তবে সাঈদ আহমদ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

গতকাল বুধবার বিকেল ৫টায় নগরীর দক্ষিণ সুরমা পলিটেকনিক্যাল রোডের মদিনা অটো রাইস মিলে এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে- সিলেট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলী আহমদের বাবা ও ভাই রাইস মিলটি পরিচালনা করে আসছেন। বুধবার সন্ধ্যার দিকে ১৫/২০টি মোটর সাইকেলযোগে কয়েকজন যুবক ককটেল বিস্ফোরণ ও হামলা চালায়। এসময় তারা প্রতিষ্ঠানের কিছু মালামাল ভাংচুর ও পুরনো কিছু পোস্টারে অগ্নিসংযোগ করে। হামলা শেষে তারা আলী আহমদকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

বিএনপি নেতা আলী আহমদ জানান, হামলাকারীরা রাইস মিলে ককটেল বিস্ফোরণ, আসবাবপত্র ভাঙচুর শেষে তাকে হত্যার হুমকি দিয়ে গেছে। হামলাকারীরা জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদের অনুসারী। এ ঘটনার পর পুলিশের কাছে কোনো অভিযোগ করা হয়নি বলে জানান তিনি।

 

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com