সিলেট জৈন্তাপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০১৬

সিলেট জৈন্তাপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

Photo0025
সুরমা মেইল নিউজ : সিলেটে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার (১৩ মার্চ) বিকাল ৫ টায় সিলেট-তামাবিল সড়কের ঘাটেরচটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত- সেলিম (৩০) একটি মেডিসিন কোম্পানিতে চাকরি করতেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায় বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী আলী আকবর চৌধুরী জানান, সিলেট থেকে তামাবিলমুখী বেপরোয়াগতির ট্রাকটি (চুয়াডাঙ্গা ট-১১-০৬৪৯) ঘটনাস্থলে পৌঁছামাত্র পেছন থেকে মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ ওই আরোহী ট্রাকের নিচে পিষ্ঠ হন। দুর্ঘটনার পর চালক-হেলপার ট্রাকটি রাস্তার ওপর রেখে পালিয়ে যায়। এ ঘটনায় ওই সড়কে প্রায় আধঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

পরে জৈন্তাপুর থানার হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবির। সিলেট তামাবিল হাইওয়ে পুলিশের সার্জেন্ট জুলফিকার বলেন, মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com