সিলেট টেস্টের প্রথম দিনে ৯ উইকেটে তিনশ পার বাংলাদেশের

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৩

সিলেট টেস্টের প্রথম দিনে ৯ উইকেটে তিনশ পার বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক :
সিলেট টেস্টের প্রথমদিনে তিনশ পার বাংলাদেশের। টস জিতে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৩১০ রান করে প্রথমদিনের খেলা শেষ করেছে টাইগাররা।

 

দলীয় মাত্র ৩৯ রানে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ওপেনার জাকির হাসান। এরপরে নাজমুল হোসেন শান্ত ও আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় হাল ধরার চেষ্টা করেন। ব্যক্তিগত ৩৭ রান করে আউট হন শান্ত। এরপরে মুমিনুল হক এসে জয়কে যোগ্য সঙ্গ দেওয়ার চেষ্টা করেন। জুটিতে ৮৮ রান হলে আউট হন মুমিনুল। তিনি ফেরেন ৩৭ রান করে।

 

মুমিনুল আউট হলে সেঞ্চুরির আশা দেখানো জয়ও আউট হন। তিনি ৮৬ রান করে ইশ সোধির বলে আউট হয়েছেন। তাতে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৮৪ রান। এরপরে চা বিরতি শুরু হয়। ফিরে এসে উইকেট হারানোর প্রতিযোগিতায় নামে বাংলাদেশ। ১২ রান করে মুশফিকুর রহিম, ২৪ রান করে অভিষিক্ত শাহাদাত হোসেন দিপু ও ২০ রান করে মেহেদী হাসান মিরাজ আউট হন।

 

(সুরমামেইল/এএইচএম)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com