সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ

প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৫

সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ

Bangladesh-derailment-kills-2-oct-2013-513x239

সুরমা মেইলঃ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলজংশনে একটি মালবাহী ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার বিষয়টি নিশ্চিত করে জানান- চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের তিনটি বগি বেলা পৌনে ১১টার দিকে আখাউড়া রেলওয়ে জংশনে বিকট শব্দে লাইনচ্যুত হয়।তিনি আরো জানান- আখাউড়া লোকোসেড থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত ট্রেনটিকে উদ্ধারের জন্য কাজ করছে।

এ দুর্ঘটনার পর থেকে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com