সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৬
স্পোর্টস ডেস্ক : অনর্ধŸ ১৯ বিশ্বকাপের সিলেট পর্বে অংশ নেওয়া শ্রীলংকা ও পাকিস্তান দল সিলেট ছেড়েছে আজ রবিবার। হোটেল থেকে কড়া নিরাপত্তায় তাদেরকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। দুপুর ১টা ২০ মিনিটে শ্রীলংকা ও ১টা ৩৫ মিনিটে পাকিস্তান দল বিমানবন্দরে পৌছায়। এরপর দুপুর ২টায় ইউ এস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেট ত্যাগ করেন দুই দলের ক্রিকেটার। অনুর্ধŸ ১৯ বিশ্বকাপের সিলেট পর্বে বি গ্রুপের পাকিস্তান, শ্রীলংকা, আফগানিস্তান ও কানাডা দল সিলেট এসে পৌছায় গত বুধবার। বৃহস্পতিবার গ্রুপ পর্বের প্রথম ম্যাচ ও শনিবার দ্বিতীয় ম্যাচ শেষে ঢাকায় তৃতীয় ম্যাচ খেলবে পাকিস্তান ও শ্রীলংকা। আফগানিস্তান ও কানাডার ম্যাচ আগামীকাল সোমবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়ায় তারা মঙ্গলবার সিলেট ত্যাগ করবে বলে জানা গেছে।
Design and developed by ওয়েব হোম বিডি