সিলেট দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কমিটি গঠন

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৬

সিলেট দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কমিটি গঠন

aaa
সুরমা মেইল নিউজ: দৈনিক যুগান্তরের সিলেট অফিসের স্টাফ রিপোর্টার আজমল খানকে সভাপতি ও দৈনিক সিলেটের ডাক-এর স্টাফ রিপোর্টার শাহ সুহেল আহমদকে সাধারণ সম্পাদক করে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ২০১৬-১৭ সালের নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভা শেষে উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে দুই সদস্যের সাবজেক্ট কমিটির মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। সাবজেক্ট কমিটির দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম.আহমদ আলী ও প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মুহাম্মদ তাজ উদ্দিন। কমিটির অন্যান্য কর্মকর্তা হলেন, সহ সভাপতি কবির আহমদ (দৈনিক সংগ্রাম) ও খালেদ আহমদ (দৈনিক জালালাবাদ), সহ সাধারণ সম্পাদক শফিক আহমদ শফি (ডেইলি নিউ নেশন), কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম ইমরান (দৈনিক জালালাবাদ), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নুরুল হক শিপু (দৈনিক যুগভেরী), দপ্তর ও পাঠাগার সম্পাদক আব্দুল খালিক (দৈনিক সিলেট সুরমা), সদস্য জাহাঙ্গীর আলম মুসিক (দৈনিক সিলেটের ডাক), তাজুল ইসলাম বাঙালি (বিএনএস), মো. শাহ ইমাদ উদ্দিন নাসিরী (দৈনিক ভোরের কাগজ)। এর আগে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাধারণ সম্পাদক আজমল খানের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম. আহমদ আলী, প্রতিষ্ঠাতা সহ সাধারণ সম্পাদক কবির আহমদ, প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ মুহাম্মদ তাজ উদ্দিন, সহ সভাপতি খালেদ আহমদ, সহ সাধারণ সম্পাদক শাহ সুহেল আহমদ, কোষাধ্যক্ষ হুমায়ুন কবির লিটন, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক শফিক আহমদ শফি, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান, দৈনিক ভোরের কাগজের দক্ষিণ সুরমা প্রতিনিধি শাহ মো. ইমাদ উদ্দিন নাসিরী, দৈনিক আজকের পত্রিকার সিলেট প্রতিনিধি কাইয়ুম উল্লাস, দৈনিক যুগভেরীর স্টাফ রিপোর্টার নুরুল হক শিপু, দৈনিক সিলেট সুরমার স্টাফ ফটোগ্রাফার এমএ খালিক, দৈনিক নয়াদিগন্তের ফটোগ্রাফার শিপন আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com