সিলেট ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০১৬
সুরমা মেইল নিউজ : আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। সিলেট যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতারা কেক কেটে দিনটি স্মরণ করেছে। বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে তারা পৃথক পৃথক স্থানে কেক কেটে জাতির জনকের জন্মদিন উদযাপন করে। সিলেট নগরীর নয়াসড়কস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে কেকে কেটে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন পালন করেছেন সিলেট স্বেচ্ছাসেবক লীগের নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ফখরুল ইসলাম, অ্যাডভোকেট বেলাল উদ্দিন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফছার আজিজ, জেলা সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ, মহানগর সাধারণ সম্পাদক দেবাশু দাশ মিটু, মহানগর সহ-সভাপতি মুহিব-উস-ছামাদ রিজভী প্রমুখ।
একই সময় নগরীর আরও একটি অভিজাত হোটেলে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করেছে সিলেট মহানগর যুবলীগের নেতা-কর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আবদুল মোমেন, এস এম নুনু মিয়া, সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গিরদার, সেলিম আহমদ সেলিম, সুবেদুর রহমান মুন্না, জাকিরুল আলম জাকির, সাজু ইবনে হান্নান খাঁন, আনিসুর রহমান তিতাস, রিমাদ আহমদ রুবেল, লাহিন আহমদ, ইমামুর রহমান লিটন, আবিদুর রহমান শিপলু, তোজ্জামেল হক তাজুল, আ. রব সায়েম, আমিনুর ইসলাম সোহেল, ইমদাদ হোসেন ইমু, জাকারিয়া হোসেন শাকির, সুমন তালুকদার, নুর হোসেন বাবু প্রমুখ।
এ ছাড়া সিলেট আওয়ামীলীগের নেতা-কর্মীরা কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করেছে।
Design and developed by ওয়েব হোম বিডি