সিলেট নগরীতে চলছে ব্যাটারিচালিত রিকশা আটক অভিযান

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০১৬

সিলেট নগরীতে চলছে ব্যাটারিচালিত রিকশা আটক অভিযান

rikso
সুরমা মেইল নিউজ : সিলেটে নগরীতে চলছে ব্যাটারিচালিত অটোরিকশা আটক অভিযান। রোববার দুপুর থেকে নগরীর সকল পয়েন্টে এ অভিযান চালায় পুলিশ। সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযানে দু’শতাধিক অবৈধ ব্যাটারিচালিত রিকশা আটক করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ কমিশনার নিকোলিন চাকমা বলেন, সিলেট ব্যাটারি চালিত অটোরিকশা মালিক সমিতির পক্ষে উচ্চ আদালতে করা রিট খারিজ হওয়ার পর উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান শুরু হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। এদিকে, উচ্চ আদালতে গত ১৯ জানুয়ারি খারিজ হওয়া রিট ১৩৯৯৬/১২’র নিষ্পত্তি সংক্রান্ত কাগজপত্র সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, সিলেটের জেলা প্রশাসক ও সিলেট সিটি করপোরেশনে রোববার দুপুরে হস্তান্তর করেন সিলেট রিকশা মালিক সমাজ কল্যাণ সমিতির সভাপতি এমএএম শাহজাহান। এ সময় লিখিত আবেদনে উল্লেখ করা হয়, আদালত রিট আবেদনের রুল জারি করলেও কোথাও ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি দেননি। রিট খারিজ হওয়ায় বর্তমানে ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদে কোনো বাধা নেই। সিলেট রিকশা মালিক সমাজ কল্যাণ সমিতির সভাপতির প্রধান উপদেষ্ঠা সহিদুল হোসেন আহমদ মামুন বলেন বলেন, আমরা রিট খারিজ সংক্রান্ত কাগজপত্র প্রশাসনের কাছে হস্তান্তর করেছি। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, সিলেট নগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে এসএমপির সহায়তায় সিসিকও অভিযান চালাবে। উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি এসএম মজিবুর রহমানের যৌথ বেঞ্চ শুনানি শেষে সিলেট ব্যাটারি চালিত রিকশা মালিক সমিতির রিট খারিজ করে দেন। এর আগে গত বছরের ২১ মে প্রাক বাজেট আলোচনায় সিলেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযানের নির্দেশ দেন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com