সিলেট নগরীতে ট্রাকচাপায় নারী চিকিৎসকের মৃত্যু: ঘাতক চালক গ্রেপ্তার

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৫

সিলেট নগরীতে ট্রাকচাপায় নারী চিকিৎসকের মৃত্যু: ঘাতক চালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
সিলেট নগরীতে ট্রাকচাপায় প্রাণ হারানো নারী চিকিৎসক রহিমা খানম জেসির (৩২) মৃত্যুর ঘটনায় ঘাতক ট্রাকচালককে গ্রেফতার করেছে পুলিশ।

 

গ্রেফতারকৃত ট্রাকচালক মো. আব্দুল কাদির (৩৯)। তিনি মোগলাবাজার থানার করিমপুর গ্রামের মো. দরছ আলীর ছেলে। বর্তমানে তিনি সিলেট শহরের বাদামবাগিচা এলাকার ৪০/২ নম্বর বাসায় ভাড়া থাকতেন।

 

নিহত চিকিৎসক রহিমা খানম জেসি সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। তিনি সিলেটের দক্ষিণ সুরমা এলাকার বাসিন্দা ছিলেন।

 

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে মৌলভীবাজার জেলার কুলাউড়া থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

 

গত ৮ জুন (শনিবার) সকাল ১১টার দিকে সিলেট নগরীর শেখঘাট এলাকার জিতু মিয়ার পয়েন্টে মর্মান্তিক ঘটনাটি ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি ট্রাক একটি রিকশাকে ধাক্কা দিলে তাতে থাকা চিকিৎসক জেসি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টার দিকে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই চালক পলাতক ছিলেন।

 

সিলেট কোতোয়ালী থানার ওসি মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে ঘাতক চালক আব্দুল কাদিরকে আটক করা সম্ভব হয়।

 

চিকিৎসক জেসির অকাল মৃত্যুতে সহকর্মী, স্বজন ও এলাকাবাসীর দাবী দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন চিকিৎসক সমাজ।

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com