সিলেট নগরীর শেখঘাটে যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ৬:১০ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০১৬

সিলেট নগরীর শেখঘাটে যুবকের লাশ উদ্ধার

downloadসুরমা মেইল নিউজ : সিলেট নগরীর শেখঘাটে গলায় ফাঁস দেয়া অবস্থায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে কোতোয়ালি থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহতের নাম আলী হোসেন (২২)। তিনি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার রাজপুর গ্রামের আশরাফ আলম তানভিরের ছেলে বলে জানা গেছে। আলী হোসেন শেখঘাটস্থ মতিন মিয়ার চাউলের গুদামের কর্মচারী। ওই গুদামেই অন্যান্য কর্মচারীদের সাথে বসবাস করতেন আলী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- শুক্রবার রাতে উক্ত গুদামের কর্মচারীরা তারাবিহ’র নামাজ পড়ে এসে আলীর রুমে গিয়ে তাঁর মৃতদেহ ঘরের তীরের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। সাথে সাথে তারা সিলেট কোতোয়ালি থানাকে অবগত করলে পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য মৃতদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে পুলিশ।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ বলেন, আলী হোসেনের মৃত্যুর কারণ সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com