সিলেট ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০১৬

সুরমা মেইল নিউজ : সিলেট মহানগরীর সকল সড়ক প্রশস্থ করবে সিটি কর্পোরেশন। পর্যায়ক্রমে এ কাজ সম্পন্ন হবে। প্রাথমিক অবস্থায় মীরের ময়দান পয়েন্ট থেকে সুবিদবাজার অভিমুখী সড়কটি প্রশস্থ করবে সিলেট সিটি করপোরেশন। এ প্রশস্থকরণ কাজের জন্য ১ কোটি ৩৩ লাখ টাকার টেন্ডার আহবান করা হয়েছে। বর্তমানে চলমান রিকাবিবাজার-মীরের ময়দান সড়ক প্রশস্থকরণ কাজ শেষ হওয়ার পর ওই কাজ শুরু করবে সিটি কর্পোরেশন। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব এসব তথ্য জানিয়েছেন। এনামুল হাবীব বলেন, ‘সিলেট মহানগরীর সড়কগুলো প্রশস্ত করা এখন সময়ের দাবি। এই বিবেচনায় সিলেট সিটি কর্পোরেশন পর্যায়ক্রমে মহানগরীর রাস্তাগুলো প্রশস্ত করছে।’ সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নুর আজিজুর রহমান জানান, রিকাবীবাজার-মীরেরময়দান সড়কের শেষ ধাপের কাজ এখন দ্রুত গতিতে চলছে। বর্তমানে চলমান কার্পেটিং কাজ শেষ হলেই এই সড়কটি নতুন রূপ পাবে। কার্পেটিং কাজ শেষ হওয়ার পর এই সড়কের সৌন্দর্যবর্ধনও করা হবে বলেও জানান তিনি।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি