সিলেট নগরীর সকল সড়ক প্রশস্থ করবে সিসিক

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০১৬

সিলেট নগরীর সকল সড়ক প্রশস্থ  করবে সিসিক

Manual5 Ad Code

Sylhet-Rikabibazar-400x267-400x234
সুরমা মেইল নিউজ : সিলেট মহানগরীর সকল সড়ক প্রশস্থ করবে সিটি কর্পোরেশন। পর্যায়ক্রমে এ কাজ সম্পন্ন হবে। প্রাথমিক অবস্থায় মীরের ময়দান পয়েন্ট থেকে সুবিদবাজার অভিমুখী সড়কটি প্রশস্থ করবে সিলেট সিটি করপোরেশন। এ প্রশস্থকরণ কাজের জন্য ১ কোটি ৩৩ লাখ টাকার টেন্ডার আহবান করা হয়েছে। বর্তমানে চলমান রিকাবিবাজার-মীরের ময়দান সড়ক প্রশস্থকরণ কাজ শেষ হওয়ার পর ওই কাজ শুরু করবে সিটি কর্পোরেশন। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব এসব তথ্য জানিয়েছেন। এনামুল হাবীব বলেন, ‘সিলেট মহানগরীর সড়কগুলো প্রশস্ত করা এখন সময়ের দাবি। এই বিবেচনায় সিলেট সিটি কর্পোরেশন পর্যায়ক্রমে মহানগরীর রাস্তাগুলো প্রশস্ত করছে।’ সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নুর আজিজুর রহমান জানান, রিকাবীবাজার-মীরেরময়দান সড়কের শেষ ধাপের কাজ এখন দ্রুত গতিতে চলছে। বর্তমানে চলমান কার্পেটিং কাজ শেষ হলেই এই সড়কটি নতুন রূপ পাবে। কার্পেটিং কাজ শেষ হওয়ার পর এই সড়কের সৌন্দর্যবর্ধনও করা হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code