সিলেট ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৪
ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক :
সিলেট নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে ২২ হাজার টাকা জরিমানা করা হয়। প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিৎ দেব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানার নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার (২৩ এপ্রিল) নিয়মিত অভিযানের অংশ হিসেবে দুপুর ১২টায় কালীঘাট, বন্দরবাজার এবং তালতলা এলাকায় এ অভিযান করে সিসিক কর্তৃপক্ষ।
কালীঘাট এলাকায় পেঁয়াজ এবং আলু ব্যবসায়ীদের সুরমা নদীর পাড়ে ময়লা আবর্জনা না ফেলার পরামর্শ দেয় সিসিকের আভিযানিক দল।
সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর জানান, সিসিকের নিয়মিত অংশ হিসেবে মঙ্গলবার নগরীর কালীঘাট, বন্দরবাজার এবং তালতলা এলাকায় এ অভিযান চালিয়ে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যারা জনভোগান্তি ও ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা করবে তাদের জরিমানার আওতায় আনা হবে এবং এ অভিযান অব্যাহত থাকবে।
এ সময় সিলেট মহানগর পুলিশের একটি আভিযানিক দল ও সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(সুরমামেইল/এমকেএইচ)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি