সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, মে ২৯, ২০২৩
সিলেট :
অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সিলেট নারী কল্যাণ সংস্থার নতুন কমিটি গঠনের লক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ মে) নগরীর টিলাগড় ভাটাটিকরস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি স্বপ্না বেগমের সভাপতিত্বে ও সদস্য আনিকা আক্তারের পরিচালানায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা সিলেট রিপোর্টাস ক্লাবের সহসভাপতি মো. ইসলাম আলী।
এসময় সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে নারী কল্যাণ সংস্থার নতুন কমিটি গঠন করা হয়। এতে ঐতিহ্যবাহী টিলাগড় ক্লাবের মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না বেগমকে সভাপতি সানজিদা তালুকদার আশাকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন- সভাপতি স্বপ্না বেগম, সহ-সভাপতি মিনা বেগম, সাজনা বেগম, সাধারণ সম্পাদক সানজিদা তালুকদার আশা, যুগ্ম সাধারণ সম্পাদক রাসনা বেগম, সাংগঠনিক সম্পাদক সুমি বেগম, কোষাধ্যক্ষ আনিকা আক্তার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুমাইয়া আক্তার মৌ, সদস্য ফরিদা ইয়াসমিন, সীমা বেগম, শোভা বেগম, রোজিনা বেগম, বিউটি বেগম, জ্যোৎনা বেগম, মিনারা বেগম, হোমায়ারা আক্তার, আসিয়া আক্তার, ইশরাত জাহান, আয়শা বেগম, রিমা বেগম, আনিসা আক্তার।
(সুরমামেইল/ইএমএন)
Design and developed by ওয়েব হোম বিডি