সিলেট ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০২ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০১৬
সুরমা মেইল নিউজ : গত বুধবার (১৩ এপ্রিল) ভূমিকম্পে কেপে উটেছিল সিলেটসহ সারাদেশ। বেশ একটা ক্ষয়ক্ষতি দেখা না গেলেও সিলেট নার্সিং কলেজ ছাত্রী হোস্টেল ফাটল দেখা দেওয়ায় বসবাসকারী ছাত্রীরা ভুগছেন আতঙ্কে। তবে ছাত্রীরা আতঙ্কে জেনেও কর্তৃপক্ষরা সান্তনা দিয়েই হোস্টেলে রাখার চেষ্টা চালাচ্ছেন এমনটাই জানিয়েছেন হোস্টেলের ছাত্রীরা।
হোস্টেলে বসবাসরত শিক্ষার্থী জানায়, গত বুধবার রাতের ভূমিকম্পে সিলেটের নার্সিং কলেজের ছাত্রী নিবাসের শতাধিক স্থানে ফাটল দেখা দেয়। ভূমিকম্পের সময় তাড়াহুড়– করে হোস্টেল থেকে বের হতে গিয়ে তিন ছাত্রী অজ্ঞান হয়ে যায়।
অপরদিকে, ভূমিকম্পে ফাটল দেখা দেওয়ায় রাতেই ওসমানী মেডিকেল কলেজের পরিচালকসহ উর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা হোস্টেল পরিদর্শনে করেন। এসময় তারা ওই ফাটলে তেমন কোনো সমস্যা হবে না জানিয়ে ছাত্রীদের হোস্টেলে থাকার পরার্মশ দেন। এছাড়াও কেউ যদি বাইরে কোনো আত্মীয়-স্বজনের বাসায় থাকতে পারে তাহলে সেখানে যেতে পারে তাতে কোন সমস্যা নেই বলে তারা জানান। কর্তৃপক্ষের এমন নিদের্শনা পাওয়ার পর হোস্টেলের ছাত্রীরা সবাই যার যার মতো করে অন্যত্র গিয়ে রাত্রী যাপন করে। পরদিন সকালে তারা ফের হোস্টেলে ফিরে। পরীক্ষা থাকার কারণে অনেকেই বাড়ি যেতে পারছে না। তবে যাদের পরীক্ষা নেই তারা বৃহস্পতিবার হোস্টেল ত্যাগ করে বাড়ি ফিরেছে।
বৃহস্পতিবার দুপুরে হোস্টেলে গিয়ে দেখা গেছে, চারতলা বিশিষ্ট হোস্টেলের প্রায় শতাধিক স্থানে ফাটল ধরেছে। তাছাড়া ভূমিকম্পে নিচতলার বারান্দার একটি অংশ কিছুটা দেবে গেছে। ছাত্রীরা জানিয়েছে- এর আগে ওই হোস্টেলে কোনো ফাটল ছিল না। বুধবার ভূমিকম্পে ওই হোস্টেলের বেশিরভাগ দেয়ালে ফাটল দেখা দিয়েছে তাই তারা আতঙ্কের মধ্যে রয়েছেন বলেও জানায় শিক্ষার্থীরা।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি