সিলেট ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম উদ্বোধন

প্রকাশিত: ১২:৩৩ পূর্বাহ্ণ, জুন ১০, ২০২৪

সিলেট ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :
সিলেট মহানগর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে মেট্রোপলিটন পুলিশ।

 

রোববার (০৯ জুন) সকাল ১১টায় নগরীর চৌহাট্টা পয়েন্টে ‘ট্র্যাফিক আইন মানবো, নিরাপদ সিলেট গড়বো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘ সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ‘নো হেলমেট-নো ফুয়েল’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

 

উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটনের পুলিশের কমিশনার মো. জাকির হোসেন খান।

 

কার্যক্রম শুরুর পর হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের জরিমানা করা হয় ও সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং মোটরসাইকেলের সামনে স্টিকার লাগিয়ে দেওয়া হয়।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান বলেন, সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছে সিলেট ট্র্যাফিক পুলিশ। পাশাপাশি নগরীতে চলাচলকারী মোটরসাইকেলে চালকসহ দুজনের বেশি বহন করা যাবে না। এ অভিযান চলমান থাকবে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com