সিলেট ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
সুরমা মেইল নিউজ : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানকে নিয়ে নবযাত্রার স্বপ্ন দেখছেন সিলেট বিএনপির নেতারা। রাজনীতিতে তারা ওই সিলেটি মেয়ের সরাসরি সম্পৃক্ততা চান দ্রুতসময়ের মধ্যে। জোবায়দা রহমান রাজনীতিতে যুক্ত হলে সিলেট তথা সারা দেশের বিএনপির অনেকটা এগিয়ে যাবে। একই সাথে দল ও নেতাকর্মীদের কার্যক্রমে গতির সঞ্চার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সিলেট বিএনপির সর্বস্তরের নেতাকর্মী।তারা বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান সিলেটি মেয়ে। রাজনীতিতে যুক্ত হলে কেন্দ্রের সাথে সিলেট বিএনপিরও হাল ধরবেন তিনি। নেতৃত্বে সকল গুণই জোবায়দা রহমানের রয়েছে উল্লেখ করে নেতাকর্মীরা বলেন, তিনি যেমন বিএনপির জন্য এখন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি তেমনি সিলেটবাসীরও গর্ব। তিনি নেতৃত্বে আসলে সিলেটে কোনো দ্বন্দ্ব-কোন্দলও থাকবে না। এব্যাপারে সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, ‘জোবায়দা রহমান একজন বিচক্ষন ব্যক্তি। তিনি রাজনীতিতে যুক্ত হলে দল ও দেশের লাভ হবে। বিশেষ করে সিলেট বিএনপির কার্যক্রম আরো গতিশীল হবে। শুধু আলী আহমদ নয়, সিলেট মহানগর বিএনপির নবনির্বাচিত সভাপতি নাসিম হোসাইনও জোবায়দা রহমান রাজনীতি যুক্ত হবেন বলে আশা প্রকাশ করেছেন। তিনি বলেন, জোবায়দা রহমান শুধু বিএনপির নেতাকর্মী নয়, সিলেটের সর্বস্তরের মানুষের প্রিয় একজন ব্যক্তি। তিনি রাজনীতিতে আসলে সিলেট তথা দেশ অনেক উপকৃত হবে। এক সময় সিলেটে বিএনপির হার ধরে ছিলেন সাবেক অর্থমন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমান। এক পর্যায়ে সিলেট বিএনপির কান্ডারী হয়ে ওঠেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ আলী। তিনি ‘নিখোঁজ’ হওয়ার পর বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সিলেট বিএনপির হাল ধরনে। কিন্তু কিছু দিন পর তিনিও দল থেকে পদত্যাগ করেন। এরপর ‘নিখোঁজ’ ইলিয়াছ আলীর স্ত্রী সিলেট বিএনপির কান্ডারি হয়ে ওঠার প্রত্যাশা ছিল। কিন্তু তিনিও তেমন সুবিধা করতে পারেনি। এসব বিষয় বিবেচনা করেই কেন্দ্রী বিএনপি সিলেটি মেয়ে তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানকে রাজনীতিতে সক্রিয় করার উদ্যোগ গ্রহণ করেছে। দলীয় সূত্রে জানা যায়, বিএনপির আগামী কাউন্সিলে জোবায়দা রহমানকে দলের গুরুত্বপূর্ণ একটি পদ দেয়া হবে। সিনিয়র যুগ্ম-মহাসচিব বা যুগ্ম মহাসচিবের দায়িত্ব দেয়া হতে পারে বলেও জানিয়েছে সূত্রটি।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি