সিলেট বিএনপি’র সম্মেলন রবিবার ২৬ নেতার লড়াই

প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৬

সিলেট বিএনপি’র সম্মেলন রবিবার ২৬ নেতার লড়াই

bnp1
সুরমা মেইল নিউজ : অবশেষে সিলেট জেলা ও মহানগর বিএনপি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি। এ সম্মেলনকে গিরে সিলেট বিএনপি হয়ে উঠেছে চাঙ্গা। প্রার্থীদের দৌড়যাপ ও কম নয়, ভোটারদের কাছে। এবারের সম্মেলনে নির্বাচনের মাধ্যমে জেলা ও মহানগরের তিন গুরুত্বপূর্ণ পদে নেতৃত্ব ঠিক করা হবে। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই ৩ পদের জন্য জেলা ও মহানগর মিলিয়ে ২৬ জন রয়েছেন লড়াইয়ে। বিএনপি দলীয় সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৫ নভেম্বর সিলেট জেলা বিএনপির সম্মেলন হয়েছিল। এর প্রায় ৪ বছর পর ২০১৪ সালের ১৫ এপ্রিল ওই কমিটি ভেঙে দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। ওই আহবায়ক কমিটিকে ৪৫ দিনের মধ্যে জেলা সম্মেলন শেষ করতে নির্দেশ দিয়েছিল কেন্দ্র। কিন্তু দেড় বছরের বেশি সময় পেরিয়ে যাওয়ার পরও সম্মেলন শেষ করতে পারেনি জেলা বিএনপি। অন্যদিকে ৩ মাসের আহবায়ক কমিটি দিয়ে একবছরেরও বেশি সময় পার করেছে সিলেট মহানগর বিএনপি। বিভিন্ন কারণে কমিটি পূর্ণাঙ্গ করতে পারেনি আহবায়ক কমিটি। তবে অবশেষে সিলেট জেলা ও মহানগর বিএনপিতে সম্মেলনের হাহাকার ফুরাচ্ছে। ৭ ফেব্রুয়ারি সম্মেলন হচ্ছে জেলা ও মহানগর বিএনপির। এবার ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হবে, এজন্য পদপ্রত্যাশীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জেলা ও মহানগর মিলিয়ে ৩টি গুরুত্বপূর্ণ পদের জন্য ২৬ জন নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন জেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এডভোকেট নুরুল হক এবং মহানগর বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আহমেদুস সামাদ। তারা জানান, সিলেট জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদের জন্য মোট ১২ জন এবং মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদের জন্য ১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জানা যায়, জেলার সভাপতি পদে সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম ও আবুল কাহের শামীম প্রতিদ্বন্ধীতায় রয়েছেন। সাধারণ সম্পাদক পদে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এডভোকেট সামসুজ্জামান জামান ও বিএনপি নেতা আবদুল মান্নান লড়াইয়ে রয়েছেন। এছাড়া জেলার সাংগঠনিক সম্পাদক পদে জেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক ময়নুল হক, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এমরান আহমদ চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সিদ্দীকুর রহমান পাপলু, কারাবন্দি থাকা কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবদুল আহাদ খান জামাল, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা এডভোকেট হাসান পাটোয়ারি রিপন, এডভোকেট মুজিবুর রহমান ও অধ্যাপক জিল্লুর রহমান শোয়েব মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে একটি জানা গেছে। এদিকে মহানগর বিএনপির সভাপতি পদে বর্তমান আহবায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, আহবায়ক কমিটির সদস্য নাসিম হোসাইন ও সাবেক সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম জালালী পংকি মনোনয়নপত্র জমা দিয়েছেন। সাধারণ সম্পাদক পদে বর্তমান আহবায়ক কমিটির সদস্য সচিব বদরুজ্জামান সেলিম, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম ও রেজাউল হাসান কয়েস লোদী রয়েছেন লড়াইয়ে। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর শাহিন, বর্তমান আহবায়ক কমিটির সদস্য মিফতাহ সিদ্দীকি, মাহবুব চৌধুরী, এমদাদ হোসেন চৌধুরী, আজমল বক্ত সাদেক, সৈয়দ তৌফিকুল হাদী, রুকশানা পারভীন ও আফজল হোসাইন মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। আসন্ন সম্মেলনে সিলেট জেলা ও মহানগর বিএনপির ১৩২ জন ভোটার ভোট প্রদান করবেন। তন্মধ্যে জেলার অধীনে ৫১ জন এবং মহানগরের অধীনে রয়েছেন ৮১ জন ভোটার। জেলার অধীনে ১৭টি ইউনিটের মধ্যে রয়েছে ১৩ উপজেলা ও ৪ পৌরসভা। প্রতি উপজেলা ও পৌরসভা থেকে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ভোটাধিকার প্রয়োগ করে জেলা বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচন করবেন। অন্যদিকে মহানগর বিএনপির অধীনে ২৭টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ভোটাধিকার প্রয়োগ করে মহানগর বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com