সিলেট বিভাগে ৮৬ ইউপিতে চলছে ভোট গ্রহণ

প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, জুন ৪, ২০১৬

সিলেট বিভাগে ৮৬ ইউপিতে চলছে ভোট গ্রহণ

ebce0662ccb645d243a79f794ca0cf4c-56f0c313c28ef

সুরমা মেইল নিউজ : ৬ষ্ট ও শেষ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সিলেট বিভাগের ১২ উপজেলায় ৮৬ ইউপিতে ভোট গ্রহণ শুরু হয়েছে।শনিবার (৪ জুন) সকাল ৮টা থেকে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। বিকাল ভোট গ্রহণ ৪টা পর্যন্ত চলবে।

শনিবার সিলেট বিভাগের চার জেলায় ভোট উৎসবে অংশ নেবেন ১৩ লাখ ৮৯ হাজার ১৪৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে ৬২৫টিই কেন্দ্র ঝুঁকিপূর্ণ।

সিলেটের বিয়ানীবাজার, জকিগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার ২১টি ইউনিয়নে, সুনামগঞ্জের বিশ্বম্বরপুর, তাহির, ধর্মপাশা ও জামালগঞ্জ উপজেলার ২৬টি ইউনিয়নে, মৌলভীবাজারের সদর উপজেলার ১২টি ইউনিয়নে, হবিগঞ্জের সদর, বাহুবল, চুনারুঘাট ও বানিয়াচং উপজেলার ২৭টি ইউনিয়নে আজ শনিবার শেষধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে নির্বাচনে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে রয়েছে- সিলেটে ১৯৫টি কেন্দ্রের মধ্যে ১০৮টি, মৌলভীবাজারে ১১৩টি কেন্দ্রের মধ্যে ৯৫টি, হবিগঞ্জে ২৬৯টি কেন্দ্রের মধ্যে ২২৫টি এবং সুনামগঞ্জে ২৫৮টি কেন্দ্রের মধ্যে ১৯৭টি।

এদিকে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভাগের ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা বেশি হওয়ায় নির্বাচনে ৭ স্তরের নিরাপত্তা দেবে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী।

সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান, সিলেটে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ৬-৭ স্তরের নিরাপত্তা থাকবে। সিলেট আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা এসএম এজহারুল হক জানান, শেষ ধাপে সিলেটসহ বিভাগের চার জেলার ১২টি উপজেলায় ৮৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরণের প্রস্ততি নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com