সিলেট বিমান বন্দরে ১৬টি স্বর্ণের বার উদ্ধার

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৬

নিজস্ব প্রতিবেদক :: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে স্বর্ণের বার উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য পঁচাশি লক্ষ টাকা বলে জানা গেছে।

শনিবার সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি ০৫২ ফ্লাইট থেকে ১ কেজি ৮ শত ৭২ গ্রাম ওজনের ১৬টি বার জব্ধ করা হয়।

বিমান বন্দরের সহকারী কমিশনার (কাস্টমস বিভাগ) সাজ্জাদুর রহমান গণমাধ্যমকে জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালাই এবং বিজনেস ক্লাসের ৪২ নং সিটের উপরের কেবিন খুলে একটি প্যাকেটে পাওয়া যায় ১৬টি স্বর্ণের বার। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর সিলেট ওসমানী বিমানবন্দর থেকে ৬ কোটি টাকা মূল্যের ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছিল। ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশ বিমানের আবুধাবি থেকে সিলেট আসা একটি ফ্লাইট থেকে এই চালান জব্ধ করেছিল।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com