সিলেট বিশ্বনাথ থেকে ১৫ জুয়াড়ি আটক

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৬

সিলেট বিশ্বনাথ থেকে ১৫ জুয়াড়ি আটক

Juya
সুরমা মেইল নিউজ : সিলেটের বিশ্বনাথে গতকাল বুধবার গভীর রাতে উপজেলার বৈরাগী বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ জুয়াড়িকে আটক করেছে বিশ্বনাথ থানা পুলিশ। আটককৃতরা হলেন, বিশ্বনাথ উপজেলার রহমাননগর গ্রামের মৃত আব্দুল আওয়ালের ছেলে আফতাব আলী (৩৮), মৃত হোশিয়ার আলীর ছেলে জনাব আলী (৩৬), আরশ আলীর ছেলে মিরাশ আলী (৩৫), মোস্তফা মিয়ার ছেলে রুহুল আমিন ৩২), নওদার রহমাননগর গ্রামের সৈয়দুর রহমানের ছেলে মোশাহিদ আলী (৩৫), একই গ্রামের মখলিছ আলীর ছেলে রোয়াব আলী (৪৫), নওদার বৈরাগীরগাঁও গ্রামের মৃত আলকাছ আলীর ছেলে আমির আলী (৪৫), মৃত আজমান আলীর ছেলে রহিম আলী (৩৬), মন্তাজ আলীর ছেলে নিজাম উদ্দিন (২৫), মৃত চমক আলীর ছেলে সফিক মিয়া (৪৪), নওদার পূর্বপাড়া গ্রামের ইন্তাজ আলীর ছেলে বারিক আলী (৩৫), মৃত সুরুজ আলীর ছেলে আছদ্দর আলী (৪৫), আলকাছ আলীর ছেলে মুক্তার আলী (৩২), রোশন আলীর ছেলে গৌছ মিয়া (২৬), মৃত শেখ জমির আলীর ছেলে রূপা মিয়া (৩৮)। পুলিশ সূত্রে জানা যায়, বিশ্বনাথ থানার এসআই হাবিবুর রহমান, সুমন চন্দ্র ও এএসআই নুরুল ইসলামসহ থানা পুলিশের একটি টিম বুধবার দিবাগত রাত ২টার দিকে প্রকাশ্যে জুয়া খেলা অবস্থায় তদেরকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটকের সত্যতা নিশ্চিত করেন থানার এসআই হাবিবুর রহমান।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com