সিলেট-ভোলাগঞ্জ সড়কে ঝরল বৃদ্ধার প্রাণ

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৪

সিলেট-ভোলাগঞ্জ সড়কে ঝরল বৃদ্ধার প্রাণ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
সিলেট-ভোলাগঞ্জ সড়কে দুর্ঘটনায় মোছা. সমরুন নেছা (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের পাড়ুয়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মোছা. সমরুন নেছা কোম্পানীগঞ্জের পশ্চিম ইসলামপুর ইউনিয়নের পাড়ুয়া কালাসাদক গ্রামের মৃত ইদ্রিস আলীর স্ত্রী।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ভোলাগঞ্জ টু সিলেটগামী পাড়ুয়া পাম্পের কাছাকাছি পাকা রাস্তার ওপর সমরুন নেছাকে একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

দুর্ঘটনায় বৃদ্ধা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান।

 

(সুরমামেইল/এসএম)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com