সিলেট মহানগরীতে ২ প্লাটুন ও জেলায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০১৫

সিলেট মহানগরীতে ২ প্লাটুন ও জেলায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন
BJB
সুরমা মেইলঃ শনিবার দিবাগত রাত ১২টা থেকে সিলেট মহানগরীতে ২ প্লাটুন ও জেলায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা টহল শুরু করেছে।
যুদ্ধাপরাধী সালাহ উদ্দিন কাদের চৌধুরী (সাকা চৌধুরী) ও আলী আহসান মুজাহিদের ফাঁসিকে কেন্দ্র করে সিলেটে কেউ যাতে কোন ধরণের বিশৃঙ্খলা বা নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার রহমত উল্লাহ জানান, রাত ১২টা থেকে মহানগরীতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা নগরীর নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন।

এদিকে মহানগরীর বাহিরে জেলায় আরও ৪ প্লাটুন বিজিবি মোতায়েনের কথা জানিয়েছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com