সিলেট ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৫
সুরমা মেইল : সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রটারি জেনারেল শাহজাহান আলীকে হবিগঞ্জের বাহুবল থেকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শনিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবলের দত্তগ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, গ্রেফতার শাহজাহান আলীর বিরুদ্ধে বাহুবল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে। তিনি ওই মামলার পলাতক আসামি। এছাড়াও সিলেট মহানগরে নাশকতার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বিকেলে তাকে হবিগঞ্জ আদালতে পাঠানো হবে।
একই থানার ওসি (তদন্ত) মো. আব্দুর রহমান বলেন, বাহুবল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা ছাড়াও সিলেট মহানগরীতে নাশকতার অভিযোগে দায়েরকৃত দু’টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শাহজাহান।
Design and developed by ওয়েব হোম বিডি