সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৪
সুরমামেইল ডেস্ক :
সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রেজাউল হাসান কয়েস লোদী। আগে এ দায়িত্বে থাকা মিফতাহ সিদ্দীকিকে সম্মানীত সদস্য করা হয়েছে।
সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী এর আগে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
আগের সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীকে স্বপদে রেখেই সোমবার (৪ নভেম্বর) নতুন কমিটি ঘোষণা করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
নতুন পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি আছেন ২০ জন, সহ-সাধারণ সম্পাদক ১৫ জন, সাংগঠনিক সম্পাদক ৫ জন, সহ সাংগঠনিক সম্পাদক ৫ জন, সম্মানিত সদস্য ১১ জন এবং সাধারণ সদস্য আছেন ৪১ জন।
(সুরমামেইল/এমকেএইচ)
Design and developed by ওয়েব হোম বিডি