সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক বড়লেখায় গ্রেপ্তার

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৪

সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক বড়লেখায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারের বড়লেখা থেকে সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ময়নুল হক ইলিয়াসি দিনারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে বড়লেখা উপজেলার দক্ষিণভাগের কাশেম নগর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

 

শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট মহানগর যুবলীগ নেতা দিনার দক্ষিণভাগের কাশেম নগরের তার শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। স্থানীয় লোকজন বুঝতে পেরে শুক্রবার মধ্যরাতে ওই বাড়িটি ঘেরাও করে। পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে আটক করে বড়লেখা থানায় নিয়ে যায়।

 

ওসি আবদুল কাইয়ুম বলেন, দক্ষিণভাগের কাশেম নগর এলাকার বাসিন্দারা আটক করে আমাদের খবর দিলে আমরা থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশে অনেকগুলো মামলা আছে।

 

উল্লেখ্য, গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ময়নুল হক ইলিয়াসি দিনার চৌধুরী। চিনি চোরাচালানসহ নানা অপরাধে জড়িত। পুলিশ কর্তার ভাই হিসেবে অপরাধ জগতে প্রচণ্ড দাপট ছিল তার। ছাত্র-গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সিলেটের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়।

 

(সুরমামেইল/এমকেএইচ


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com