সিলেট রেলওয়ের ৩ বুকিং সহকারি বরখাস্ত, কারোবাজারি আটক

প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৬

সিলেট রেলওয়ের ৩ বুকিং সহকারি বরখাস্ত, কারোবাজারি আটক

sylhet
সুরমা মেইল নিউজ : ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সিলেট রেলওয়ে স্টেশনের তিন বুকিং সহকারীকে সাময়িক বরখাস্ত ও এক কালোবাজারীকে আটক করে ২ মাসের কারাদন্ড দেওয়া হয়। বহিস্কৃতরা হলেন- শফিক আহমদ, জহুর লাল দাশ ও রফিক মিয়া। দন্ডপ্রাপ্ত মিজান ফরিদপুর জেলার সাগর বেপারির ছেলে।

সোমবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সিলেট রেলওয়ে স্টেশনে অভিযান শুরু করে ভ্রাম্যমাণ আদালত। বিজিবি ও পুলিশের পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরী, হোসাইন মোহাম্মদ হাই জকি ও মোস্তাফিজুর রহমান রহমান।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতের কাছে টিকিটপ্রতি অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে এ তিনজনকে হাতেনাতে আটক করা হয়। বিষয়টি রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষকে জানালে রেলওয়ে সিলেট বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শফিকুর রহমান তাদের সাময়িক বরখাস্ত করেন। সিলেট রেলওয়ে স্টেশন মাস্টার কাজী শহিদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com