সিলেট ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, মার্চ ৮, ২০১৬
সুরমা মেইল নিউজ : সিলেট সুনামগঞ্জ সড়কের লামাকাজী এলাকায় সিমেন্ট ভর্তি একটি ট্রাক উল্টে চালক ও হেলপার আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১২ টার দিকে এডমিরাল এম এ খান সেতুর নিকটবর্তী লালারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ছাতক থেকে সিলেট অভিমুখী সিমেন্ট ভর্তি ট্রাক (নম্বর-সিলেট ট-১১-০২৬৭) উল্টে রাস্তার পাশে পড়ে যায়। স্থানীয় লোকজন আহত ট্রাক ড্রাইভার ও হেলপারকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। রাত ১ টার দিকে ওসমানী হাসপাতালের ইমার্জেন্সীতে যোগাযোগ করা হলে সংশ্লিষ্টরা জানান, লামাকাজীতে ট্রাক দুর্ঘটনায় আহত কোন রোগী তারা এখনও পাননি।
Design and developed by ওয়েব হোম বিডি