সিলেট লালাবাজারে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৫

সিলেট লালাবাজারে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

Ecxident

সুরমা মেইল : সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজার এলাকার সাতমাইলে দুটি ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজার এলাকায় (ঢাকা মেট্রো ট-১১-৭২-০৯) ট্রাকটি রাস্তার পাশে দাঁড়ানো ছিলো। এমন সময় সিলেটগামী অন্য একটি ট্রাক (সিলেট ড-১১-১৮৭৬) দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে দু’জন নিহত হন। আহত হন আরও চারজন। হতাহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com