সিলেট শাবি শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন, হত্যা মামলা

প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০১৬

সিলেট শাবি শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন, হত্যা মামলা
???????????????????????????????

বামে মানববন্ধন ডানে ঘাতক আরিফুল ইসলাম

সুরমা মেইল নিউজ : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রাইভেট ড্রাইভিং শিখতে গিয়ে প্রাইভেট কার চাপায় একি পরিবারের দুইজন নিহত ও একজন আহত হওয়ার ঘটনায় গাড়ির মালিক শাবি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. আরিফুল ইসলামের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এদিকে আজ দুপুর ১২টার দিকে ওই দুর্ঘটনায় শাবি শিক্ষকের বিচার দাবি ও ক্ষতিপূরণ প্রদানের দাবিতে শাবি শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।

ওই ঘটনায় নিহত আতাউর রহমানের স্ত্রী ফারহানা চৌধুরী রুমী রবিবার রাতে নগরীর জালালাবাদ থানায় এ মামলা দায়ের করেন। এ তথ্য নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন।

গত শনিবার বিশ্ববিদ্যালয়ের যন্ত্র প্রকৌশল বিভাগের শিক্ষক আরিফুল ক্যাম্পাসের এক কিলোমিটার সড়কে নিজের নতুন গাড়ি চালানো শেখার সময় ওই দুর্ঘটনা ঘটে। চালক নিয়ন্ত্রণ হারালে গাড়ির নিচে চাপা পড়ে নিহত হন গিয়াস উদ্দিন (৭০) ও তার ভাতিজা আতাউর রহমান (৫০)। এ ঘটনার পর ওই শিক্ষক স্বপরিবারে আত্মগোপনে রয়েছেন।

ওসি জানান, মামলা হয়েছে, বিষয়টি তদন্তের পর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। গতকাল ওসি জানিয়েছিলেন, ওই অধ্যাপকের মোবাইলফোনটি বন্ধ রয়েছে। পুলিশ অনুসন্ধান চালাচ্ছে।

এই ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা এটি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে। তবে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com