সিলেট শিল্পকলাতে সপ্তাহব্যাপী শাস্ত্রীয় সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, মে ৩১, ২০১৬

সিলেট শিল্পকলাতে সপ্তাহব্যাপী শাস্ত্রীয় সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

14257

সুরমা মেইল নিউজ : বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির উদ্যোগে ও প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় এবং সিলেট জেলা শিল্পকলা অ্যাকাডেমির সহযোগিতায় অ্যাকাডেমির চিত্রশালায় সোমবার (৩০ মে) থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী শাস্ত্রীয় সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। কর্মশালা চলবে ৫ জুন পর্যন্ত।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সংগীত সংগঠন সমন্বয় পরিষদ সিলেটের সভাপতি হিমাংশু বিশ্বাস, কর্মশালার প্রশিক্ষক শহীদুজ্জামান স্বপন ও তবলা সহকারী জাকির হোসেন।

কর্মশালায় সিলেট জেলা শিল্পকলা অ্যাকাডেমির সংগীত বিভাগের প্রশিক্ষণার্থী (শিশু ও সাধারণ) ছাড়াও জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ৭০ জন সঙ্গীতশিল্পী অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com