সিলেট সিটি নির্বাচন: প্রার্থিতা ফিরে পেতে ১৩ প্রার্থীর আবেদন

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, মে ২৯, ২০২৩

সিলেট সিটি নির্বাচন: প্রার্থিতা ফিরে পেতে ১৩ প্রার্থীর আবেদন

নিজস্ব প্রতিবেদক :
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে তিন মেয়র ও দশ কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়ন ফিরে পেতে আপিল করেছেন। মঙ্গলবার (৩০ মে) তাদের আবেদনগুলো নিষ্পত্তি করা হবে।

 

এরআগে ২৫ মে মনোনয়নপত্র বাছাইকালে ৫ মেয়র ও ১১ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।



রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মেয়র পদে যারা আপিল করেছেন তারা হলেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুল মান্নান খান, মৌলানা জাহিদ উদ্দিন চৌধুরী ও মো. শাহজাহান মিয়া। কাউন্সিলর প্রার্থীদের মধ্যে সংরক্ষিত ওয়ার্ডের ৫ ও সাধারণ ওয়ার্ডের ৫জন।

 

সংরক্ষিত কাউন্সিলর পদে যারা আপিল করেছেন তারা হলেন ২নং ওয়ার্ডের প্রার্থী জুমানা আক্তার জুঁই, ৩নং ওয়ার্ডের প্রার্থী শ্যামলী সরকার, ৪নং ওয়ার্ডের তাহমিনা বেগম, ৫নং ওয়ার্ডের আয়না বেগম, ৬নং ওয়ার্ডের কামরুন নাহার চৌধুরী।

 

সাধারণ কাউন্সিলরদের মধ্যে যারা আপিল করেছেন তারা হলেন ২৮নং ওয়ার্ডের মো. ফখরুল ইসলাম, ৩৩নং ওয়ার্ডে আবু সাদেক মোহাম্মদ ও খায়রুল ইসলাম চৌধুরী, ৩৪নং ওয়ার্ডের মাওলানা মো. রফিকুল ইসলাম, ৩৯নং ওয়ার্ডের মো. শাহাব উ্দ্দীন লাল।

 

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, এই সিটিতে ভোট হবে ২১ জুন। তার আগে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১ জুন। ৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের সিলেট সিটি করপোরেশনের ৪২টি ওয়ার্ডে মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ৬০৫ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৫৩ হাজার ৭৬৩ ও নারী ২ লাখ ৩২ হাজার ৮৪২ জন। মোট কেন্দ্র ১৯০টি এবং ভোটকক্ষ ১ হাজার ৩৬৪টি।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
  •  

লাইক দিয়ে পাশে থাকুন

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com