সিলেট সীমান্তে কোটি টাকার চোরাই মালামাল আটক

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৪

সিলেট সীমান্তে কোটি টাকার চোরাই মালামাল আটক

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এক কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

মঙ্গলবার ও বুধবার রাতে অভিযান চালিয়ে এসব অবৈধ পণ্য জব্দ করেছে বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

 

বুধবার (১১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিজিবি। জব্দকৃত পণ্যের বাজার মূল্য ১ কোটি ৭১ হাজার ১৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়-গোয়াইনঘাটের সংগ্রাম, দমদমিয়া সোনারহাট, বিছনাকান্দি, প্রতাপপুর ও পানতুমাই বিওপি সিলেট এবং সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় চিনি, কমলা, শীতের কম্বল, সাবান, মোমেটা স্কিন ক্রিম, গরুর মাংস, গরু, চকলেট, সুপারি, বিড়ি, বিয়ার, মোটরসাইকেল, বাংলাদেশ হতে পাচারকালে বিপুল পরিমান রসুন, শিং মাছ চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে।

 

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানের মালামাল জব্দ করা হয়েছে। আটককৃত মালামাল বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

(সুরমামেইল/এমকেএইচ)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com