সিসিকের প্যানেল মেয়রের বিরুদ্ধে ‘যুবসমাজের’ ঝাড়ু মিছিল

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০১৬

সিসিকের প্যানেল মেয়রের বিরুদ্ধে ‘যুবসমাজের’ ঝাড়ু মিছিল

সুরমা মেইল নিউজ :: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্যানেল মেয়র (দ্বিতীয়) ও কাউন্সিলর সালেহ আহমদ ঘাসিটুলা বড় জামে মসজিদের জায়গা দখলের অভিযোগে ঝাড়ু মিছিল করেছেন ১০ নম্বর ওয়ার্ডের যুবসমাজ।

সোমবার সন্ধ্যায় ১০নং ওয়ার্ডে যুব সমাজের উদ্যোগে মিছিলটি মজুমদার পাড়া থেকে শুরু হয়ে শামীমাবাদ এলাকা প্রদক্ষিন করে খেয়াঘাট ঈদগাহ প্রাঙ্গণে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সালেহ আহমদের বিরুদ্ধে যুব সমাজের মিছিলটি শুরু হবার কিছুক্ষণের মধ্যে যুবক, ঝাড়ু নিয়ে মিছিলে অংশগ্রহণ করলে বিক্ষোভ মিছিলটি ঝাড়ু মিছিলে রূপ নেয়।

এসময় বিক্ষোভ মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সংক্ষিপ্ত সমাবেশে ১০নং ওয়ার্ডের যুব নেতারা, সালেহ আহমেদকে মসজিদের জায়গা দখলের পায়তারা থেকে সরে আসতে অনুরোধ করেন।

যুব নেতা জসীমউদ্দিনের সভাপতিত্বে কাউসার আহমেদের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন যুব নেতা আব্দুল রহিম, মমিন মিয়া, শুকুর আলী, নেছার উদ্দিন, বশির আহমেদ চৌধুরী, তাসকিন আহমেদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com