সিসিকের সাবেক কাউন্সিলর লায়েক গ্রেপ্তার

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৪

সিসিকের সাবেক কাউন্সিলর লায়েক গ্রেপ্তার

সুরমামেইল ডেস্ক :
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ লায়েককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেন তিনি।

 

উল্লেখ্য, সাবেক কাউন্সিলর লায়েকের বিরুদ্ধে নাশকতাসহ ১৩টি মামলা রয়েছে। গত ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com