সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৪
ঠাকুরগাঁও প্রতিনিধি :
আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন এবং অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশের দায়ে ঠাকুরগাঁওয়ে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র এক জোয়ানকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় ওই বিএসএফ সদস্যকে বাংলাদেশের কোনাপাড়া সীমান্ত এলাকা হতে আটক করে জেলার পীরগঞ্জ উপজেলায় ৪২ বিজিবির চান্দের হাট বিওপিতে নিয়ে যায় বিজিবি সদস্যরা।
আটক বিএসএফ সদস্যের নাম উপল কুমার দাস (৪০) এবং তিনি ভারতের উত্তর দিনাজপুর জেলার বাংলাদেশ সীমান্তঘেষা মধ্য গৌরিপুর ৬৩ বিএসএফ ক্যাম্পের কর্মরত সদস্য, যার বিএসএফ কনস্টেবল আইডি নং ১৩০৮১৪৭৫।
সুত্র জানায়, মঙ্গলবার সকাল ১১ টার দিকে ভারতের উত্তর দিনাজপুর জেলার মধ্য গৌরিপুর ৬৩ বিএসএফ ক্যাম্পের দুজন বিএসএফ সদস্য পীরগঞ্জ উপজেলার কোনাপাড়া সীমান্তের ৩৩৪ /৬ এস মেইন পিলার এলাকার কাটাতার দিয়ে বাংলাদেশের ২শ গজ অভ্যন্তরে ঢুকে যায়। এসময় তারা নো ম্যানস ল্যান্ড পার করে এসে গবাদি পশু তাড়ায় এবং পীরগঞ্জ কোনাপাড়া সীমান্তের চান্দের হাট এলাকার বাংলাদেশের বাসিন্দা আফসারের বাসায় ঢুকে পড়ে। এলাকাবাসী তাদের ধাওয়া করলে একজন বিএসএফ সমদ্য পালাতে সক্ষম হয় এবং উপল কুমার দাসকে আটকে রাখে গ্রামবাসী। পরে বর্ডার গার্ড বাংলাদেশ এর ৪২ বিজিবির চান্দের হাট বিওপির সদস্য উপলকে আটক করে নিজেদের ক্যাম্পে নিয়ে যায়।
বাংলাদেশ বর্ডার গার্ড ৪২ বিজিবি’র অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আহসানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশের সীমান্তে ঢুকে পড়ায় এক বিএসএফ জাওয়ানকে আটক করা হয়েছে। ওই বিএসএফ সদস্য জানিয়েছেন, তিনি ভুল করে বাংলাদেশে ঢুকে পড়েছেন। বাংলাদেশে অভ্যন্তরে বিএসএফ’র এভাবে অবৈধ অনুপ্রবেশের জন্য প্রতিবাদ জানানো হয়েছে এবং পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
(সুরমামেইল/এমআই)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি