সীমান্তের বিএনপি নেতা সাবেক ইউপি সদস্যের ভাতিজা ইয়াবাসহ আটক

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৪

সীমান্তের বিএনপি নেতা সাবেক ইউপি সদস্যের ভাতিজা ইয়াবাসহ আটক

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ :
নৌ পথে বিপুল পরিমাণ ইয়াবার চালান নিয়ে যাওয়ার সময় বিএনপির সীমান্তের প্রভাবশালী নেতা সাবেক ইউপি সদস্যের ভাতিজা সাদেক আলীকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

 

আটক সাদেক সুনামগঞ্জের তাহিরপুরের উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত গ্রাম কলাগাঁও’র বিল্লাল মিয়ার ছেলে ও একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের একই সীমান্ত গ্রামের বাসিন্দা সীমান্তের প্রভাবশালী বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য কয়লা আমদানিকারক সামাছুল হক সামছু মেম্বারের ভাতিজা।

 

সোমবার (১৮ নভেম্বর) বিকেলে ২৮-বিজিবির সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির ইয়াবাকারবারি সাদেককে ব্যাটালিয়নের তাহিরপুরের চারাগাঁও বিওপির বিজিবি টহল দল কর্তৃক আটকের সত্যতা নিশ্চিত করেন।

 

থানায় দেয়া এজাহার, স্থানীয় সীমান্তবাসী ও বিজিবি সুত্র জানায়, সোমবার সকালে পণ্য ও যাত্রীবাহি ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে নৌ পথে কিশোরগঞ্জের করিমগঞ্জে যাবার পথে সুনামগঞ্জের তাহিরপুরের চারাগাঁও বিওপির বিজিবি ক্যাম্প সংলগ্ন সংসার হাওরের পাথরঘাটা থেকে ওই বিওপির বিজিবি’র একটি টহল দল সন্দেহজনক ভাবে তল্লাশী চালায় ওই ট্রলারে।

 

তল্লাশীকালে ট্রলারে থাকা ট্রলার মালিক বিল্লালের ছেলে সাদেকের হেফাজতে থাকা ব্যাগ থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ বিজিবির ওই টহল দল তাকে আটক করেন।

 

আটকের পর সাদেক সাবেক ইউপি সদস্য সীমান্তের প্রভাবশালী বিএনপি নেতা সামছুল হক সামছুর প্রভাব খাঁটিয়ে বিজিবির হেফাজত থেকে তাকে ছেড়ে দিতে নানা কৌশল অবলম্বন করে বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।

 

বিজিবি ও পুলিশী প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সাদেক জানায়, ভারত থেকে ইয়াবার ওই চালান নিয়ে আসে কিশোরগঞ্জের করিমগঞ্জে আরেকদল ইয়াবাকারবারির নিকট বিক্রয়ের জন্য।

 

সোমবার বিকেলে জব্দকৃত ইয়াবাসহ আটককৃত সাদেককে তাহিরপুর থানায় সোপর্দ পূর্বক বিজিবির পক্ষ থেকে মাদক দ্রব্যনিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছ বলে বলে নিশ্চিত করেন থানার ওসি দেলোয়ার হোসেন।

 

(সুরমামেইল/এইচএসএ)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com