সীমান্তে অস্ত্রসহ আটক ৩

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৬

সীমান্তে অস্ত্রসহ আটক ৩

সুরমা মেইল ডেস্ক :: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল,এক রাউন্ড গুলি ও ২টি রামদাসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে  বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সোমবার রাত সাড়ে ১১টার সময় বেনাপোলের পুটখালী সীমান্তের রাজগঞ্জ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলো-বেনাপোল পোর্ট থানার রাজগঞ্জ গ্রামের তাহাজ্জত মোড়লের ছেলে জাহিদ হোসেন (৩৫) ও তার ভাই জাকির হোসেন (৩০) এবং একই এলাকার নওশের আলীর ছেলে আব্দুল্লাহ (৩৮)।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের রাজগঞ্জ গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ভারত থেকে দু’টি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও ২টি রামদা নিয়ে দেশে প্রবেশের সময় তাদেরকে আটক করা হয়।’

তিনি আরও জানান, ‘অস্ত্রসহ আটকদের রাত দুইটার দিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com