সিলেট ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৫
সুরমামেইল ডেস্ক :
৩০টি আম গাছ, শতাধিক বড়াই গাছসহ ফসল কাটা নিয়ে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে ভারতীয় ও বাংলাদেশিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিকালে সীমান্তের শূণ্য রেখায় অধিনায়ক পযায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
উত্তেজনা ও গাছ ও ফসল কাটার বিষয়টি নিয়ে ক্ষমার সঙ্গে দুঃখ প্রকাশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, চৌকা-কিরণগঞ্জ সীমান্তে দিনভর উত্তেজনা থাকলেও বিকাল সাড়ে ৪টার পর পতাকা বৈঠকের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
শনিবার বেলা ১১টার দিক থেকে সূত্রপাত হয় সংঘর্ষের ঘটনার। এরপর সীমান্তের উভয় পাশে অতিরিক্ত বিজিবি-বিএসএফ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ, সকালে কিরণগঞ্জ সীমান্তের ভারতীয় অংশে জমি থেকে গম ও গাছ কেটে নেওয়ার অভিযোগ করে দেশটির বাসিন্দারা। এ সময় ভারতের সীমান্তরক্ষীরা কয়েকজন বাংলাদেশিকে আটক করতে গেলে বাধা দেয় গ্রামবাসী। এ নিয়ে শুরু হয় দুই দেশের সীমান্তবাসীদের উত্তেজনা।
এসময় ভারত অংশ থেকে ককটেল, টিয়ারগ্যাস ছোড়া হয়। এতে বিনোদপুর ইউনিয়নের ঘন্টোলা বিশ্বনাথপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে রনি, কালিগঞ্জ গ্রামের সেরাজুল ইসলামের ছেলে ফারুক আহত হয়। এখন সীমান্ত এলাকা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বিজিবি অধিনায়ক।
(সুরমামেইল/এমএকে)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি