সীমান্তে ১১টি কঙ্কাল উদ্ধার

প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৬

সীমান্তে ১১টি কঙ্কাল উদ্ধার

সুরমা মেইল ডেস্ক :: রাজশাহীর চর মাজারদিয়ার সীমান্ত এলাকা থেকে ১১টি মানব খুলিসহ কঙ্কালের বিভিন্ন অংশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শনিবার ভোরে বিজিবি-১ ব্যাটালিয়নের চর মাজারদিয়ার বিওপির একটি নিয়মিত টহলদল অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে। তবে এ ঘটনায় বিজিবি সদস্যরা কাউকে আটক করতে পারেনি।

বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক সোহেল উদ্দিন পাঠান গণমাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চর মাজারদিয়ার বিওপির কমান্ডার নায়েব সুবেদার আরশাদ আলীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চর মাজারদিয়ার পূর্বপাড়া এলাকা থেকে ১১টি মানব খুলিসহ কঙ্কালের বিভিন্ন প্রকারের বেশকিছু টুকরো উদ্ধার করে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com