সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে স্বামী-স্ত্রীসহ ৪ বাংলাদেশি আটক

প্রকাশিত: ১:২৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১০, ২০২৪

সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে স্বামী-স্ত্রীসহ ৪ বাংলাদেশি আটক

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে চার বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

Manual6 Ad Code

 

বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত হয়ে বাংলাদেশে অনুপ্রবেশের তাদের আটক করে ৪৮ বিজিবি’র অধীনস্থ সংগ্রাম বিওপির সদস্যরা।

 

আটককৃতরা হলো- চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার ভাইয়ারপাড়া গ্রামের মোঃ এরশাদ হোসেনের ছেলে মোঃ জহির উদ্দীন (২৯), তার স্ত্রী মোছাঃ আফরোজা সুলতানা (২২), একই থানার নোয়ারভিলা গ্রামের মোঃ আবুল কাসেমের ছেলে মোঃ রাকিবুল ইসলাম (১৮) ও পটুয়াখালী জেলার রাঙ্গাবালীর বাহেরচর গ্রামের মোঃ দাদন সিকদারের ছেলে মোঃ মিরাজ (২৭)।



সত্যতা নিশ্চিত করে বিজিবি জানায়, আটককৃতব্যক্তিরা গত ৬ মাস পূর্বে কুমিল্লা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যায়। পরে দেশে ফেরার পথে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য গোয়াইনঘাট থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।

 

Manual6 Ad Code

এরআগে মঙ্গলবার (৮ অক্টোবর) ভারতে যাওয়ার সময় সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকা থেকে তিন নারীকে গ্রেপ্তার করে বিজিবি’র সিলেট ৪৮ ব্যাটালিয়নের সংগ্রাম বিওপি ক্যাম্পর একটি টহল দল।

Manual2 Ad Code

 

(সুরমামেইল/এফএ)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code